15th Aug 2019: আসন্ন অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন ,

১৬ সেপ্টেম্বর, ২০১৯ অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন এ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন কে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন 

 

20th Mar 2019: বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস পালন করুন,

আগামী ২২ মার্চ ২০১৯  বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস বিএসএনএল এর প্রতিটি অফিস দফতরে ব্যাপক ঊদ্দীপনার সাথে পালন করুন। 

 

Com Sisir Kumar Roy
( President )

Com. Shankar Keshar Nepal
( Secretary )

Com. Jayanta Ghosh
( Treasurer )

 
 
bsnleuctc@yahoo.co.in
 
BSNL Employees Union Calcutta Telephones Circle
 
Site Updated On : 11th Mar 2024
 
[13th Nov 2023]

 শ্রী সুব্রত সাহা, জিএম(ইস্ট/সাউথ),  শ্রী জ্যোতির্ময় সামন্ত, ডিজিএম এবং বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন এর মধ্যে মিটিং 

 

 ১৩ নভেম্বর,২০২৩ সোমবার জিএম(ইস্ট/সাউথ) শ্রী সুব্রত সাহা, ডিজিএম শ্রী জ্যোতির্ময় সামন্ত এবং বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন এর মধ্যে নিম্নলিখিত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই আলোচনায় ছিলেন কমরেড শিশির কুমার রায়, সার্কেল সভাপতি,কমরেড শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক, কমরেড সুকান্তি মুখার্জি, সহসম্পাদক, কমরেড নির্মাল্য গঙ্গোপাধ্যায়, সহসম্পাদক এবং কমরেড সুজিত গাঙ্গুলী, সহকোষাধ্যক্ষ।

১) কমরেড জয়ন্ত কুমার ঘোষ, জেই, এর পোস্টিং সংক্রান্ত বিষয়।

২) বকেয়া স্টাফ অ্যামিনিটি সংক্রান্ত বিষয়।

৩) স্বচ্ছতার সঙ্গে স্ক্রাপ কপার কেবিল এবং স্টোর মেটেরিয়াল বিক্রি সংক্রান্ত বিষয়।

৪) লোকাল কাউন্সিল গঠণ সংক্রান্ত বিষয়।

৫) নন-এক্সিকিউটিভ কর্মীদের ই-অফিসে কাজের পাশওয়ার্ড দেওয়া সংক্রান্ত বিষয়।

৬) প্রতিটি ক্লাস্টারে বিভাগীয় কর্মী নিয়ে এফটিটিএইচ (ভারত ফাইবার) টিম গঠন করা সংক্রান্ত বিষয়।

 

প্রতিটি বিষয় নোট করেন জিএম শ্রী সুব্রত সাহা এবং তিনি ইতিবাচক বিবেচনা করার কথা বলেন।

 
[10th Nov 2023]

বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির ডাকে সিজিএম অফিসে বিক্ষোভ 

dharna at cgm office
 

১০ দফা স্থানীয় এবং সর্বভারতীয় দাবি নিয়ে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি, ক্যালকাটা টেলিফোনস্ সার্কেল, ১০ নভেম্বর,২০২৩ শুক্রবার টেলিফোন সিজিএম অফিসে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করে। এই সভা পরিচালনা করেন কমরেড শিশির কুমার রায়, কনভেনার, বিএসএনএলসিসি। সার্কেল সম্পাদক কমরেড শংকর কেশর নেপাল, বিএসএনএলইইউ, কমরেড প্রদীপ্ত ঘোষ, সিটিটিএমইউ, কমরেড সঞ্জীব ব্যানার্জি, এআইবিডিপিএ এবং কর্টোর পক্ষে কমরেড সুনীল কুমার দত্ত এই বিক্ষোভ কর্মসূচীতে দাবিসনদের সমর্থনে বক্তব্য রাখেন।শ্রীরামপুর, ব্যারাকপুর, নর্থ, হাওড়া, বিধাননগর, যাদবপুর, আলিপুর, দক্ষিণ, হেডকোয়ার্টার, সেন্ট্রাল, সিটি, এলডি, প্ল্যানিং এবং ইজেডবিসি প্রতিটি এরিয়া থেকে বিএসএনএল এর কর্মরত, অনিয়মিত এবং পেনশনাররা ব্যাপক সংখ্যায় হাজির থেকে আজকের কর্মসূচীকে সফল করেছেন। আন্তরিক সংগ্রামী ধন্যবাদ এবং অভিনন্দন। লালসেলাম।

 
[6th Nov 2023]

জিএম(নর্থ/ওয়েস্ট ) এর অফিস সত্যবালা হাওড়ায় ধর্না ও বিক্ষোভ কর্মসূচী 

 

 ৬ নভেম্বর ,২০২৩ , সোমবার বিএসএনএলইইউ/সিটিটিএমইউ /এআইবিডিপিএ /কর্টো এর কো-অর্ডিনেশন কমিটির ডাকে জিএম(নর্থ/ওয়েস্ট ) এর অফিস সত্যবালা হাওড়ায় ধর্না ও বিক্ষোভ কর্মসূচী সংঘঠিত করা হয়।

 এই কর্মসূচী পরিচালনা করেন কমঃ বিনয় কুমার সিং ও কমঃ সুব্রত ঘোষ।

নিম্নলিখিত দাবি সনদ নিয়ে 

১) অবিলম্বে বেতন সংশোধন এবং পেনশন রিভিশন করতে হবে।

২) বিএসএনএল এর পরিষেবা (সার্ভিস) এর উন্নতি করতে হবে।

৩) অবিলম্বে বকেয়া স্টাফ এমিনিটিস্ দিতে হবে।

৪) মাসের দ্বিতীয় শনিবার পুনরায় ছুটি চালু করতে হবে এবং প্রতি মাসে সমস্ত কর্মচারীদের রবিবার ছাড়া আরও একদিন ছুটি দিতে হবে।

৫) অবিলম্বে নিয়মিত কর্মচারী এবং পেনশনারদের সমস্ত রকমের বকেয়া মেডিকেল বিল পরিশোধ করতে হবে।

৬) স্ক্রাপ মাল বিক্রিতে আরও স্বচ্ছতা আনতে হবে।

৭) নন-এক্সিকিউটিভ (গ্রুপ সি ও ডি) কর্মচারীদের সর্বত্র বিভাগীয় কাজের সঙ্গে আরও বেশী করে যুক্ত করতে হবে।

৮) অবিলম্বে লোকাল/সার্কেল কাউন্সিল চালু করতে হবে।

৯) অবসরের পর পুণরায় সম্বর্ধনা চালু করতে হবে।

১০) জেম পোর্টাল এর মাধ্যমে অনিয়মিত কর্মীদের জন্য টেন্ডার করতে হবে।

ব্যাপক জমায়েত করে এই কর্মসূচী সফলভাবে পালন করা হয়।

কমঃ শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক, কমঃ প্রদীপ্ত ঘোষ, সিটিটিএমইউ, কমঃ নন্দলাল পাঠক, এআইবিডিপিএ, কমঃ সুকান্তি মুখার্জি, জেলা সম্পাদক(অপারেশন এরিয়া ইস্ট) কমঃ বিশ্বজিত শীল, জেলা সম্পাদক (বিজনেস এরিয়া হেড কোয়াক্টার) কমঃ রামসুন্দর বসু, সহ সার্কেল সম্পাদক এবং কমঃ শিশির কুমার রায়, সহ সাধারণ সম্পাদক দাবিগুলি নিয়ে ব্যাখা করে বক্তব্য রাখেন।

এছাড়াও যেসকল নেতৃত্ব উপস্থিত ছিলেন তারা হলেন কমঃ প্রবীর দত্ত, কমঃ সুজিত গাঙ্গুলী, কমঃ তপন বিশ্বাস, কমঃ প্রদীপ কুমার সরকার, কমঃ প্রসেনজিৎ সাতরা এবং আরও অনেকে।

বিক্ষোভ এবং ধর্না কর্মসূচী শেষে জিএম এর সঙ্গে দাবিগুলি নিয়ে আলোচনা করা হয়। তিনি ধৈর্য সহকারে প্রতিটি বিষয় নোট করেন এবং বিবেচনা করার আশ্বাস দেন।

 
[31st Oct 2023]

জিএম(ইস্ট/সাউথ) এর অফিস বালিগঞ্জ প্লেসে ধর্না ও বিক্ষোভ কর্মসূচী 

 

৩১ অক্টোবর,২০২৩ , মঙ্গলবার বিএসএনএলইইউ/সিটিটিএমইউ /এআইবিডিপিএ /কর্টো এর কো-অর্ডিনেশন কমিটির ডাকে জিএম(ইস্ট/সাউথ) এর অফিস বালিগঞ্জ প্লেসে ধর্না ও বিক্ষোভ কর্মসূচী সংঘঠিত করা হয়।

 এই কর্মসূচী পরিচালনা করেন কমঃ সুকান্তি মুখার্জি ও কমঃ নির্মাল্য গঙ্গোপাধ্যায়।

নিম্নলিখিত দাবি সনদ নিয়ে 

১) অবিলম্বে বেতন সংশোধন এবং পেনশন রিভিশন করতে হবে।

২) বিএসএনএল এর পরিষেবা (সার্ভিস) এর উন্নতি করতে হবে।

৩) অবিলম্বে বকেয়া স্টাফ এমিনিটিস্ দিতে হবে।

৪) মাসের দ্বিতীয় শনিবার পুনরায় ছুটি চালু করতে হবে এবং প্রতি মাসে সমস্ত কর্মচারীদের রবিবার ছাড়া আরও একদিন ছুটি দিতে হবে।

৫) অবিলম্বে নিয়মিত কর্মচারী এবং পেনশনারদের সমস্ত রকমের বকেয়া মেডিকেল বিল পরিশোধ করতে হবে।

৬) স্ক্রাপ মাল বিক্রিতে আরও স্বচ্ছতা আনতে হবে।

৭) নন-এক্সিকিউটিভ (গ্রুপ সি ও ডি) কর্মচারীদের সর্বত্র বিভাগীয় কাজের সংগে আরও বেশী করে যুক্ত করতে হবে।

৮) অবিলম্বে লোকাল/সার্কেল কাউন্সিল চালু করতে হবে।

৯) অবসরের পর পুণরায় সম্বর্ধনা চালু করতে হবে।

১০) জেম পোর্টাল এর মাধ্যমে অনিয়মিত কর্মীদের জন্য টেন্ডার করতে হবে।

ব্যাপক জমায়েত করে এই কর্মসূচী সফলভাবে পালন করা হয়।

কমঃ শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক, কমঃ বিনয় কুমার সিং, কমঃ বিশ্বজিত শীল, কমঃ অতনু মজুমদার, কমঃ সন্তোষ কুমার, কমঃ সমীর বরণ জানা, কমঃ পলাশ চৌধুরী, কমঃ স্বপন কুমার দাস, কমঃ তপন কুমার বিশ্বাস বক্তব্য রাখেন।

এছাড়াও যেসকল নেতৃত্ব উপস্থিত ছিলেন তারা হলেন কমঃ মনিষা বিশ্বাস, কমঃ জয়ন্ত কুমার ঘোষ, কমঃ সুব্রত ঘোষ, কমঃ পি এম দাস, কমঃ সুজিত গাঙ্গুলী, কমঃ দীপংকর মজুমদার, কমঃ সুব্রত পাল এবং আরও অনেকে।

 
[31st Oct 2023]

Limited Internal Competitive Examination (LICE) for promotion to the grade of Junior Engineer (T) under 50% internal quota for vacancy year 2022 - [For working eligible BSNL employees only]. - Notification of Exam 

annexure-a( revised je vacancy for vy 2022)(2) | notificationje31102023_231031_185902
 
 
[12th Oct 2023]

সার্কুলার/সাএ/১২/২০২৩

 

১২ অক্টোবর, ২০২৩, বৃহস্পতিবার , বিএসএনএল এম্প্লয়িজ ইউনিয়ন, ক্যালকাটা টেলিফোনস সার্কেলের কার্যকরী সমিতির একটি সভা বিশ্বনাথ দে চৌধুরী সভাঘর, ইউনিয়ন অফিসে অনুস্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন কমরেড শিশির কুমার রায়, সার্কেল সভাপতি। গত সভার পর যারা ট্রেড ইউনিয়ন, শ্রেনী আন্দোলন এবং প্যালেস্টাইন মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন, তাদের স্মৃতির প্রতি নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সভাপতি সভা শুরু করেন। 

সার্কেল সম্পাদক কমঃ শংকর কেশর নেপাল এরপর আলোচ্য বিষয়সমূহ সভার সামনে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহনের জন্য পেশ করেন। 

বিস্তারিত আলোচনার পর নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গ্রহন করা হয়।

 

১) ডিসেম্বরের ৭ ও ৮ তারিখ দিল্লিতে সর্বভারতীয় ইউনিয়নের উদ্যোগে ২দিনের ট্রেড ইউনিয়ন ক্লাস অনুস্ঠিত হবে। প্রতিটি জেলা থেকে নুন্যতম ১জন করে এই ক্লাসে অংশ নিতে হবে। যারা ট্রেড ইউনিয়ন ক্লাসে অংশ নেবে, তাদের জন্য জেলা সম্পাদকদের দিল্লি যাওয়া এবং ফেরার টিকিট কাটার জন্য ব্যবস্থা করতে হবে। 

২) নন-এক্সিকিউটিভ জয়েন্ট ফোরামের বিক্ষোভ কর্মসূচী ২ নভেম্বর জেলাস্তরে এবং ২৮ নভেম্বর মানব বন্ধন কর্মসূচী সার্কেলস্তরে পালন করা হবে।

৩) টেলিপরিষেবা এবং কর্মচারী সমস্যা নিয়ে ৩১ অক্টোবর জিএম(পূর্ব/দক্ষিণ) এবং ৬ নভেম্বর জিএম(উত্তর/পশ্চিম) এর অফিস অভিযান ও বিক্ষোভ কর্মসূচী করা হবে।

৪) কেন্দ্রীয় কর্মসূচী সিজিএম এর অফিস টেলিফোন ভবন অভিযান ও বিক্ষোভ করা হবে নভেম্বর ১০ তারিখ।

৫) ডিসেম্বর মাসের ৯ ও ১০ তারিখ দিল্লিতে সর্বভারতীয় সংগঠনের কার্যকরী কমিটির সভা অনুস্ঠিত হবে। সেই সভায় কমঃ শিশির কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক এবং কমঃ শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক অংশ নেবেন। ওয়েজ রিভিশনের সর্বাত্বক প্রচেস্টা করার আন্দোলন গরে তুলতে হবে।

প্রচারের জন্য দাবিসনদসহ তারিখ অনুযায়ী একটি পোস্টার ছাপানো হবে।

 

সংগ্রামী অভিনন্দনসহ ,

শংকর কেশর নেপাল,সার্কেল সম্পাদক।

 
[11th Oct 2023]

ডিজিএম(এইচ আর/অ্যাডমিন) শ্রীসুমন চ্যাটার্জির সংগে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির আলোচনা 

 

১১ অক্টোবর,২০২৩, বুধবার ডিজিএম(এইচ আর/অ্যাডমিন) শ্রীসুমন চ্যাটার্জির সংগে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।

এই আলোচনায় যারা উপস্থিত ছিলেন শ্রী সুপ্রিয় কর, এজিএম(অ্যাডমিন), কমরেড শিশির কুমার রায়, কনভেনার, কমরেড শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক, কমরেড বিশ্বজিত শিল, সহসম্পাদক, বিএসএনএলইইউ, কমরেড সঞ্জীব ব্যানার্জি, সার্কেল সম্পাদক, এআইবিডিপিএ।

১) কর্মরত কর্মচারীদের এফআরএসি(FRAC) Google form, ১৩ অক্টোবর এর মধ্যে ফিলাপ করা সংক্রান্ত বিষয়।

২) পেনশনারদের মেডিকেল বিল পেমেন্ট সংক্রান্ত আলোচনা।

৩) বাসুদেব চক্রবর্তীর কোর্য়াটার ছাড়ার নো-অবজেকশন সার্টিফিকেট সংক্রান্ত বিষয়।

৪) শ্রীমতি সুজাতা ভট্টাচার্যের রিকোয়েস্ট ট্রান্সফার সংক্রান্ত বিষয়।

ইতিবাচক আলোচনা করা হয়।বিষয়গুলি গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন ।

-শিশির কুমার রায়, কনভেনার,

বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি।

 
You are Visitor Number Hit Counter
Hit Counter
[CHQ] [AP] [Kerala] [Karnataka] [Tamil Nadu] [Calcutta] [West Bengal] [Punjab] [Maharashtra] [Orissa] [MP] [Gujrat] [SNEA] [AIBSNLEA] [TEPU]
[Intranet / BSNL] [DOT] [DPE] [TRAI] [PIB] [CITU ] / AIBDPA