15th Aug 2019: আসন্ন অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন ,

১৬ সেপ্টেম্বর, ২০১৯ অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন এ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন কে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন 

 

20th Mar 2019: বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস পালন করুন,

আগামী ২২ মার্চ ২০১৯  বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস বিএসএনএল এর প্রতিটি অফিস দফতরে ব্যাপক ঊদ্দীপনার সাথে পালন করুন। 

 

Com Sisir Kumar Roy
( President )

Com. Shankar Keshar Nepal
( Secretary )

Com. Jayanta Ghosh
( Treasurer )

 
 
bsnleuctc@yahoo.co.in
 
BSNL Employees Union Calcutta Telephones Circle
 
Site Updated On : 11th Mar 2024
 
[11th Aug 2022]

নোটিশ

 

বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি,সিএইচকিউ এবং ক্যালকাটা টেলিফোনস সার্কেলের সিদ্ধান্ত অনুসারে আগামী ২০ আগস্ট , শনিবার, বেলা ২টা ৩০মিনিটে  টেলিফোন ভবন লেডিজ ক্লাব ঘরে একটি কনভেনশন অনুস্ঠিত হবে।ঐ কনভেনশনের আয়োজক (অপারেশন/বিজনেজ) এরিয়া (হেড কোয়ার্টার) এর বিএসএনএলইইউ /এআইবিডিপিএ /সিটিটিএমইউ /কর্টো।
বিষয়ঃ অপারেশন/বিজনেজ এরিয়াস্তরে (হেড কোয়ার্টার)বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির জেলা কমিটি গঠন।
সংশ্লিষ্ট এরিয়ার সকল সদস্যদের এই কনভেনশনে উপস্থিত থেকে একে সফল করার আহ্বান জানান হচ্ছে।
সংগ্রামী অভিনন্দনসহ,বিশ্বজিত সিল, মনিষা বিশ্বাস, সোমনাথ দে,বিএসএনএলইইউ ,এআইবিডিপিএ ,সিটিটিএমইউ, বিএ(হেড কোয়ার্টার)।
অনুলিপি,১) শিশির কুমার রায়, কনভেনর,বিএসএনএলসিসি।২) শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক,বিএসএনএলইইউ ।৩) সন্জিব ব্যানার্জি, সার্কেল সম্পাদক,এআইবিডিপিএ ।৪) তাপস ব্যানার্জি, সার্কেল সম্পাদক,সিটিটিএমইউ ।৫) দেবব্রত বসু, সার্কেল সম্পাদক কর্টো।

 
[7th Jul 2022]

শ্রী সৌগত রায়, মাননীয় এম পি লোকসভা, দমদম , পশ্চিমবঙ্গ কে মেমোর‍্যান্ডাম প্রদান

img-20220707-wa0044
 

৭ জুলাই, বিএসএনএল কর্মচারীদের তৃতীয় বেতন কাঠামো সংশোধন করার জন্য এইউএবি এর পক্ষ থেকে প্রফেসর সৌগত রায়, মাননীয় এম পি লোকসভা, দমদম কে মেমোর‍্যান্ডাম দেওয়া হয়। তার বাড়িতে এই মেমোর‍্যান্ডাম দিতে এইউএবি এর পক্ষে উপস্থিত ছিলেন কম শিশির কুমার রায়, সহকারী সাধারণ সম্পাদক ও এইউএবি এর আহ্বায়ক, কম শঙ্কর কেশর নেপাল, বিএসএনএলইইউ এর সার্কেল সম্পাদক, কম সুকান্তি  মুখার্জি, সহ সম্পাদক, কম অসিত বোস, সহ সভাপতি, কম সাধন মন্ডল, সহ সভাপতি, এআইজিইটিওএ, কম রাজু রায়, সার্কেলের সহকারি সম্পাদক, এআইবিএসএনএলইএ ও কম সুরঞ্জিত বিশ্বাস, ডেপুটি সার্কেল সম্পাদক, সেওয়া।

 
[7th Jul 2022]

০১/০৭/২০২২ থেকে বিএসএনএল কর্মচারীদের আইডিএ ১৯০.৮% হয়েছে

img-20220707-wa0083
 
 
[1st Jul 2022]

কম বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, মাননীয় এম পি রাজ‍্যসভা কে এইউএবি এর পক্ষ থেকে মেমোর‍্যান্ডাম প্রদান

img-20220707-wa0044
 

১ জুলাই, বিএসএনএল কর্মচারীদের তৃতীয় বেতন কাঠামো সংশোধন করার জন্য এইউএবি এর পক্ষ থেকে কম বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, মাননীয় এম পি রাজ‍্যসভা কে মেমোর‍্যান্ডাম দেওয়া হয়। তার অফিসে এই মেমোর‍্যান্ডাম দিতে এইউএবি এর পক্ষে উপস্থিত ছিলেন কম শিশির কুমার রায়, সহকারী সাধারণ সম্পাদক ও এইউএবি এর আহ্বায়ক, কম শঙ্কর কেশর নেপাল, বিএসএনএলইইউ এর সার্কেল সম্পাদক, কম সৈকত  দাস, সম্পাদক, এআইজিইটিওএ, কম অমিত সঙ্কর, এসএনইএ,  কম রাজু রায়, সার্কেলের সহকারি সম্পাদক, এআইবিএসএনএলইএ ও কম সমীর দাস, সার্কেল সম্পাদক, এসএনএটিটিএ।

 
[30th Jun 2022]

সিজিএম এর নিকট ডেপুটেশন

img-20220630-wa0026
 

 নিয়মিত, অনিয়মিত এবং পেনশনারদের সমস্যা নিয়ে ৩০ জুন, বৃহস্পতিবার, ২০২২, বেলা ১ টার সময় বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির ডাকে টেলিফোনভবনে সিজিএম এর নিকট ডেপুটেশন (প্লাকার্ডসহ) দেওয়া হয়।এই কর্মসূচীকে সফল করতে সকল বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সমস্ত সার্কেল সম্পাদকদের সর্বাত্মক উদ্যোগ নেন ফলে ব‍্যাপক সদস্য সামিল হন এবং কর্তৃপক্ষ বাধ্য হয় সমস্যা সমাধান এর জন্য আলোচনা করতে।

 

 
[22nd Jun 2022]

বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি, ক্যালকাটা টেলিফোনস সার্কেলের সভা

 

২২ জুন, ২০২২, বুধবার, টেলিফোনভবন আরজেসিএম ঘরে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি, ক্যালকাটা টেলিফোনস সার্কেলের একটি সভা অনুষ্ঠিত হয়।এই সভায় সভাপতিত্ব করেন কমঃ সুপ্রিয় মিত্র ও কমঃ সন্জিব ব্যানার্জিকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী।সভায় তিনটি বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্তগ্রহন করবার জন্য পেশ করেন কমঃ শিশির কুমার রায়, কনভেনর।বিস্তারিত আলোচনা করে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গ্রহন করা হয়।

 

১) ৩০ জুন, বৃহস্পতিবার, ২০২২, বেলা ১ টার সময় বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির ডাকে টেলিফোনভবনে সিজিএম এর নিকট ডেপুটেশন দেওয়া হবে।

২) ন্যাশনাল মানিটাইযেশন পাইপলাইন এর মাধ্যমে রাস্ট্রায়ত্ত্ব সংস্থাসমূহ বিক্রির বিরুদ্ধে ৭ জুলাই, বৃহস্পতিবার,২০২২ বিকাল ৪টায় বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির আহ্বানে কেন্দ্রীয়ভাবে টেলিফোনভবনে জমায়েত ও মানব বন্ধন কর্মসূচী পালন করা হবে।

৩) ক্যালকাটা টেলিফোন সার্কেলের পাঁচটি জেলায় চারটি সংগঠন বিএসএনএলইইউ ,সিটিটিএমইউ , এআইবিডিপিএ ও করটোকে নিয়ে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হবে আগামী ৩১ জুলাই,২০২২ এর মধ্যে।এব্যাপারে কো-অর্ডিনেশন কমিটির কনভেনরকে দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট সম্পাদকদের সংগে আলোচনা করে দিন তারিখ ঠিক করবার জন্য।

সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন সভাপতি মন্ডলী কমঃ সন্জিব ব্যানার্জি এবং কমঃ সুপ্রিয় মিত্র।

অভিনন্দনসহ,

শিশির কুমার রায়, কনভেনর।

 
[21st Jan 2022]

পিজিএম(এইচ আর /অ্যাডমিন) এবং বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এর মধ্যে মিটিং

 

২০/০১/২০২২ তারিখ শ্রী ডি সি টিকাদার, পিজিএম(এইচ আর /অ্যাডমিন) এবং বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এর সাথে নিম্নলিখিত বিষয়ে আলোচনা হয়েছে।এই আলোচনায় সার্কেল ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন কমরেড শিশির রায়, সার্কেল সভাপতি, কমরেড শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক ও কমরেড দীপংকর মজুমদার।পিজিএম এর সংগে শ্রী সুমন চাটার্জী, ডিজিএম(এইচ আর/অ্যাডমিন)। 

১) আগস্ট,২০২১ থেকে যারা অবসর নিচ্ছেন,তাদের অবসরের পর সিজিএইচ না বিএসএনএল এমআরএস কোন ব্যবস্থায় থাকবেন সে ব্যাপারে মত জানানো বাধ্যতামূলক করা হয়েছে।মত না জানালে পেনশন ও অন্যান্য অবসরজনিত সুবিধা চালু করছে না।এই বিষয়ে আলোচনা হয়েছে। পিজিএম বলেন যে তিনি এ বিষয়ে উপযুক্ত ফোরামে আলোচনা করে বিষয়টির নিষ্পত্তি ঘটাবেন।

২) কোন কর্মচারী এক এরিয়া থেকে অন্য এরিয়াতে বদলি হলে তার ইউনিয়ন চাদা কাটা বন্ধ হয়ে যাচ্ছে।বিষয়টি কেন ঘটছে তিনি জেনে উপযুক্ত ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছেন।

 
You are Visitor Number Hit Counter
Hit Counter
[CHQ] [AP] [Kerala] [Karnataka] [Tamil Nadu] [Calcutta] [West Bengal] [Punjab] [Maharashtra] [Orissa] [MP] [Gujrat] [SNEA] [AIBSNLEA] [TEPU]
[Intranet / BSNL] [DOT] [DPE] [TRAI] [PIB] [CITU ] / AIBDPA